নায়ক থেকে গায়ক বনে গেলেন হিরো আলম
একের পর এক গান গেয়ে দর্শক মাতাচ্ছেন হিরো আলম। তবে দর্শক সমালোচিত হচ্ছেন তিনি। তিনি থেমে যাওয়ার পাত্র নন।
সবশেষ গানে মেতেছেন আলম। এখন তিনি নিজেই গান গাইছেন। প্রথম গান বাবু খাইছো’র পর থেকেই আলমের গান গাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু সেসব তোয়াক্কা না করে একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার হিন্দি গানে কণ্ঠ দিলেন হিরো আলম। আজ সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান।
গানের শুরুতেই এক ভিডিও বার্তায় হিরো আলম বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারো পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না! গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।