১৪ ই ফেব্রুয়ারি আসছে ভালোবাসা দিবসে বাবা-মেয়ের গল্প

১৪ ই ফেব্রুয়ারি আসছে ভালোবাসা দিবসে বাবা-মেয়ের গল্প
তারিক আনাম খান ও মেহজাবিন

১৪ ই ফেব্রুয়ারি আসছে ভালোবাসা দিবসে বাবা-মেয়ের গল্প

ভালোবাসা দিবসে আসছে বাবা-মেয়ের গল্প মেহজাবীন ও বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান।

প্রতি বছর ভালোবাসা দিবসে সাধারণত প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর নানা রকম ভালোবাসার নাটক প্রচার হতে দেখা যায়। এবার ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বাবা-মেয়ের ভালোবাসার গল্পে তিনি নির্মাণ করছেন খণ্ড নাটক ‘কাজল’। এতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। চরিত্রটিকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন মোস্তফা কামাল রয় এবং মেহজাবিন ও তারিক আনাম তাদের জনপ্রিয়তা অনেক শীর্ষে সে থেকে অগ্রিম বলায় যাচ্ছে এই নাটকে দর্শকপ্রিয়তা ভালো সারা পাবে।

তার বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান।
নাটকটি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘ভালোবাসা দিবসে সাধারণত প্রেমিক-প্রেমিকার ভালোবাসার কথা বলাবলি হয়।

আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলবো। তাই এটি লিখেছি।

তিনি আরও জানান, ‘কাজল’র মাধ্যমে মেহজাবীনকে নিয়ে প্রায় দুই বছর পর নাটক নির্মাণ করলেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীতে নাটকটির শুটিং পর্ব সম্পন্ন হচ্ছে। এতে আরো অভিনয় করছেন মিলি বাশার ও অপ্সরা। থাকছে বাবাকে নিয়ে একটি গান, যার সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘কাজল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।